অনিশা মান্না, খড়দহ, টাইমস বাংলা ডেস্ক – উপনির্বাচনের আর বাকি মাত্র একদিন। নির্বাচন কমিশনের নিয়ম মেনেই বুধবারই শেষ হয়ে গিয়েছিল উপনির্বাচনের সমস্ত প্রচার। তারপরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল খড়দহে। এক বিজেপি কর্মীর উপর হামলা, মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে রাতভর উত্তেজনা ছড়িয়ে রইল এলাকায়। ঘটনায় ঘোলা এবং রহড়া – দুই থানাতেই অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। হামলাকারীরা এখনও অধরা বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাতে বাইক নিয়ে বাড়ি ফেরার সময়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে কর্ণমাধবপুরে বিশাল সিং নামে তাদের এক কর্মীর উপর হামলা চলে। তাঁকে বাঁশ দিয়ে মারধর করে বাইক ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটিকে পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল কর্মীরা। বিষয়টি নির্বাচন কমিশনেও জানানো হয়েছে। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিজেপিকে টার্গেট করে হামলা হয়েছে। এনিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও পাল্টা অভিযোগ মেলেনি। তবে উপনির্বাচনের ঠিক আগে এ ধরনের রাজনৈতিক হামলায় এলাকাবাসী বিরক্তি প্রকাশ করেছে। শুক্রবার উপনির্বাচন হবে মোট চারটি কেন্দ্রে। এই চারটি কেন্দ্রেই মোতায়ন করা আছে কেন্দ্রীয় বাহিনী । খড়দহে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেশি থাকা সত্ত্বেও, এমন ঘটনা কি ভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন করছে এলাকাবাসী।