অনিসা মান্না , জম্বু ও কাশ্মীর, টাইমস বাংলা ডেস্ক – যাত্রীবোঝাই বাস খাদে পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা জম্বু- কাশ্মীরে। ঘটনাটিতে মৃত্যু হয়েছে ১১জনের এবং এখনো পর্যন্ত আহত ১৫ জন। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী বাহিনী। উল্লেখ্য তার আগেই উদ্ধার কাজ শুরু করে দিয়েছিল স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকারী বাহিনী পৌঁছে ভেঙ্গে চুরে যাওয়া বাসটি থেকে অনেক যাত্রীকে উদ্ধার করছে। পুলিশ সূত্রে খবর,বাঁক ঘুরতে গিয়েই সমস্যায় পড়ে বাসটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক. আর তারপরই বাসটি গড়িয়ে পড়ে যায় খাদে। মিনিবাসটি থাতরি থেকে ডোডারের দিকে যাচ্ছিল। তখনই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকার্য শুরু হয়েছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটিতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ”জম্মু ও কাশ্মীরের ডোডায় হওয়া সড়ক দুর্ঘটনায় শোকস্তব্ধ। এই শোকের সময়ে আমি নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আমি প্রার্থনা করছি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।” সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয়েছে, নিহতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের পরিবারগুলি পাবে ৫০ হাজার টাকা।