অনিসা মান্না, পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাস। হেঁড়িয়ার একটি কলেজ থেকে এমএডের শংসাপত্র নিয়ে ফিরছিলেন তিনি। নিমতৌড়ির কাছে পিছন থেকে একটি ট্যাঙ্কার বিজেপি নেত্রীর গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলে তাড়াতাড়ি পুলিশ পৌঁছালেও বাঁচানো যায়নি প্রাক্তন বিজেপি কাউন্সিলরকে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁর স্বামী ও কন্যাকে। তিস্তাদেবীর স্বামী গৌরব বিশ্বাস জানান, ‘নিমতৌড়ির কাছে একটি ব্রেকডাউন ট্রাকের পিছনে আমাদের গাড়িটি দাঁড়ায়। তখনই পিছন থেকে ধাক্কা মারে একটি ট্যাঙ্কার। দুমড়ে মুচড়ে যায় আমাদের গাড়ি। পিছনের আসনেই বসে ছিল তিস্তা।’পুলিশ সূত্রে খবর , পুরো ব্যাপারটিকে তারা খতিয়ে দেখছে। ট্যাঙ্কারচালকের খোঁজ চালানো হচ্ছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গৌরব বাবু ও তার মেয়ের অবনীকার অবস্থা কিছুটা স্থিতিশীল হতে তাদের শারীরিক পরীক্ষার জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটির কিছুক্ষণ পর পর্যন্ত রাস্তাটিতে যান চলাচল বন্ধ থাকলেও কিছু সময় পর তা স্বাভাবিক হয়ে যায়।