অনিসা মান্না, উত্তরবঙ্গ , টাইমস বাংলা ডেস্ক – বাদল অধিবেশনে সংসদে কেন্দ্রের তরফে বলা হয়েছিল, দেশের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক রোহিঙ্গাসহ সকল অনুপ্রবেশকারীরা। আবারও বৃহস্পতিবার সকালে জলপাইগুড়িতে চায়ে পে চর্চার আসরে বসেন দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন , ‘রোহিঙ্গারা কেউ ভোটার নয়। ওরা এদেশে আসছে সর্বনাশ করতে।’ রাজ্য বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, ‘বর্তমান রাজ্য সরকার রোহিঙ্গাদের সাহায্য করছে।’ বিজেপি সাংসদের দাবি, গোটা দেশে ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা। তৃণমূলকে তোপ দেগে দিলীপের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তে ১০০০ কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া নেই। দিলীপ আরও অভিযোগ করেন, রোহিঙ্গারা নাকি সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। বহু রিপোর্ট পাওয়া গিয়েছে যাতে দেখা গিয়েছে যে রোহিঙ্গারা আইনবিরুদ্ধ কাজে লিপ্ত। একটি প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্র জানায়, যে সব বিদেশি নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া দেশে ঢুকবেন অথবা যাঁদের দেশে থাকার মেয়াদ ফুরিয়ে গেলেও তাঁরা ভারতে রয়ে যাচ্ছেন, এমন নাগরিকদের অনুপ্রবেশকারী বলে বিবেচনা করা হবে। রোহিঙ্গারাও এর অন্তর্গত। দিলিপের এহেন কটাক্ষের এখনো পর্যন্ত কোন পাল্টা জবাব তৃণমূলের পক্ষ থেকে শোনা যায়নি।