অনিসা মান্না , কলকাতা, টাইমস বাংলা ডেস্ক – বৃহস্পতিবার দিন কলকাতায় ডিজেলের প্রতি লিটরের দাম ১০০ ছুঁলো। পেট্রোলের দাম ১০০ পার করেছে অনেক দিন আগে। কয়েকদিন আগেই রাজ্যের বিভিন্ন জেলায় সেঞ্চুরি পার করেছিল ডিজেল। আজ কলকাতাতেও ডিজেলের প্রতি লিটার দাম বেড়ে হল ১০০ টাকা ১৪ পয়সা এবং বর্তমানে পেট্রোলের দাম যাচ্ছে ১০৮ টাকা ৭৮ পয়সা। শুধু মাত্র একমাসেই জ্বালানির মূল্য বৃদ্ধি পেল মোট ৫ টাকা। করোনা পরিস্থিতির কারণে সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়েছে। তারই মধ্যে জ্বালানির এমন চরম দাম বৃদ্ধিতে। মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। জ্বালানির দাম বৃদ্ধি পেলে প্রতিটা জিনিসের দাম বাড়ে। গণপরিবহনের ভাড়া বাড়ার সাথে সাথে, প্রত্যেকটা খাদ্য দ্রব্যেরও মূল্য বৃদ্ধি পাবে । এই আশঙ্কাতেই কার্যত রাতের ঘুম উড়েছে সাধারন মানুষের। এদিকে দিল্লিতে পেট্রোলের দাম আজ যথাক্রমে লিটার প্রতি ১০৭ টাকা ৯৪ পয়সা এবং ডিজেলের দাম আজ ৯৭ টাকা ৬৭ পয়সা। মুম্বইতে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১৩ টাকা ৮০ পয়সা এবং ডিজেলের দাম ১০৪ টাকা ৭৫ পয়সা। চেন্নাইয়ে যথাক্রমে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে ১০৪ টাকা ৮৩ পয়সা এবং ১০০ টাকা ৯২ পয়সা। এর ফলে পরিবহন ব্যবস্থার ওপর এই মূল্যবৃদ্ধির ছাপ অনেকটাই গভীর হবে বলে আশঙ্কা সবার।