অনিসা মান্না, কলকাতা, টাইমস বাংলা ডেস্ক – রবিবার উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শ্বাসকষ্টজনিত কারণে তিনি চেকআপের জন্য রবিবার এসেছিলেন এসএসকেএম হাসপাতালে। দ্রুত তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করার পরামর্শ দেয় চিকিৎসকরা। হাসপাতালের এমএসভিপি পীযুশ রায় জানান, মন্ত্রীর হার্টের সমস্যা ছিল। তাঁর জন্য মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। ছয় সদস্যের মেডিক্যাল বোর্ডে কার্ডিওলজির সরোজ মণ্ডল ছাড়াও রয়েছেন সিসিইউ স্পেশালিস্ট অসীম কুণ্ডু, মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট সোমনাথ কুণ্ডু, এন্ডোক্রিনোলজি স্পেশালিস্ট সুজয় ঘোষ এবং নেফ্রোলজি স্পেশালিস্ট অর্পিতা রায় চৌধুরী। ‘তার অবস্থা স্থিতিশীল’এইটুকুই বলা হয়েছে এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে। কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের দিকে পা বাড়ালেই টেনশনের দেখা মিলছে চিকিৎসক থেকে নার্সের চোখেমুখে। কারণ সেখানে ভর্তি রয়েছেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু এখন একটাই প্রশ্ন, কেমন আছেন তিনি? এই নিয়ে বিশেষ কিছু বলতে চাইছেন না এসএসকেএম হাসপাতাল। শুধু বলা হয়েছে, ৭২ ঘণ্টা পরও বিপন্মুক্ত নন তিনি। সূত্রে খবর, উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ,আজ সকালে গোয়া সফর শুরু করার পরিকল্পনা আছে তার । এত ব্যস্ত শিডিউলের মধ্যেও বারবার ফোন করে সুব্রত মুখোপাধ্যায়ের খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি নেতাদের সরাসরি হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রাবৃদ্ধি চিকিৎসকদের উদ্বেগে রেখেছে। রক্তচাপ স্থিতিশীলতার । শ্বাসকষ্ট কম থাকায় বাইপ্যাপ খুলে রাখা হয়েছে। কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি? সে বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি চিকিৎসকরা। তাদের বক্তব্য এখন ওনার অবস্থা স্থিতিশীল থাকলেও আরও কয়েক দিনের জন্য তারা ওনাকে কার্ডিওলজির আইসিইউতে চিকিৎসাধীন রাখবেন।