অনিসা মান্না, হরিয়ানা, টাইমস বাংলা ডেস্ক- হরিয়ানার টিকরি এলাকায় গত ১১ মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে। টিকরির অদূরেই দিল্লি-হরিয়ানা সীমানায়। বৃহস্পতিবার সকালে একটি ট্রাক দ্রুত গতিতে এসে একটি ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডারের উপরে উঠে যায় ট্রাকের একটি চাকা। সেখানেই ডিভাইডারের উপর বসেছিলেন তিনজন মহিলা। অটো রিক্সার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। মহিলাদের পিষে দেয় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জন মহিলার। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও এক মহিলার। সূত্রে খবর, দুর্ঘটনায় নিহত মহিলারা পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। টিকরি সীমান্তে বিক্ষোভকারী কৃষকদের পরিবারের সদস্য তাঁরা। লখিমপুরের ঘটনার পর হরিয়ানারই এক বিজেপি নেতার বিরুদ্ধে কৃষকদের ইচ্ছাকৃতভাবে গাড়িচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সেই ঘটনাতেও এক কৃষক আহত হয়েছিলেন। তারপরই টিকরি সীমানার কাছের এই ঘটনা। ওই ঘটনা নিয়ে দেশজুড়ে রাজনৈতিক টানাপোড়েন এখনও চলছে। তারই মধ্যে এই ঘটনা অগ্নির মধ্যে ঘৃত দেওয়ার মতো কর্ম করছে। লখিমপুরের ঘটনায় মূল অভিযুক্ত আবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় সিং টেনির ছেলে। পুলিশ সূত্রে খবর , বৃহস্পতিবারের ঘটনায়ে অভিযুক্ত ট্রাকচালক পলাতক। তার খোঁজ চলছে ,তাকে জেরার পরই ঘটনাটির সম্পর্কে বিস্তারিত তদন্ত চালাবে পুলিশ।