টাইমস বাংলা ডেস্ক, হিমাচল প্রদেশ- গত কয়েক সপ্তাহে ট্রেকিং-এর পথে ঘটেছে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা। হিমাচল এবং উত্তরাখণ্ডে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে পর্যটকদের ভিড় থাকে এইসব অঞ্চলে । তারই মধ্যে কিছু ট্রেকিং লাভাররা অ্যাডভেঞ্চারের খোঁজে ট্রেকিং এর জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এবছর এতগুলি দুর্ঘটনা হওয়ার কারণে সমস্ত ট্রেকিং রুট বন্ধ করে দেওয়া হল। এটি একটি দুঃসংবাদ ট্রেকারদের জন্য হলেও তাদের জীবনের ঝুঁকি সংক্রান্ত চিন্তাভাবনার পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে অনেকে সমর্থনও করেছেন। ব্যাপক বর্ষণ ও তুষারপাতের জেরে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে সম্প্রতি ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা। মরসুমে করোনাকে সঙ্গী করেই হিমালয়ের কোলে অবস্থিত অসাধারণ রোমাঞ্চকর কিন্নর জেলায় ট্রেকাররা ভিড় করেন। কিন্নর ডিসি অপূর্ব দেবগন বলেছেন যে, “শীতের শুরুতে এবং মরসুমের সময় জলবায়ু পরিবর্তিত হয়, যা ট্রেকারদের জীবনের জন্য কঠিন হয়ে দাঁড়ায়”। তিনি আরও জানিয়েছেন, নিখোঁজ ট্রেকারদের খুঁজে বের করার জন্য এই ধরনের চরম পরিস্থিতিতে অনুসন্ধান অভিযান পরিচালনা করাও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।সম্প্রতি কিন্নর জেলায় প্রবল তুষারপাতের কারণে তিনজন ট্রেকার প্রাণ হারিয়েছেন এবং ১০ জনকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, দিল্লির একজন ও মুম্বই থেকে ১২জন সিমলার জঙ্গলিক থেকে কিন্নরের সাংলায় ট্রেকিংয়ের জন্য যাচ্ছিলেন। গত ১৭ অক্টোবর রোহরু থেকে বুরুয়া গ্রামে তাঁরা যাত্রা শুরু করেছিলেন।, কিন্তু খারাপ আবহাওয়া এবং ভারী তুষারপাতের কারণে বুরুয়া কান্দার শীর্ষের কাছে আটকে পড়েছিলেন। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বেশ কয়েকটি এলাকা গত সপ্তাহে তুষার আচ্ছাদিত পরিস্থিতিতে বিপর্যস্ত হয়েছে। এমন ভয়ংকর পরিস্থিতিতে ট্রেকিং রুট বন্ধ করে দেওয়ায় উচিত বলে মনে করেছে সরকার।