অনিসা মান্না , উত্তর ২৪পরগনা , টাইমস বাংলা ডেস্ক – অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে একসঙ্গে ১৮ জন বাংলাদেশি সহ দালালকে আটক করল সীমান্তরক্ষা বাহিনীর জওয়ানরা। বুধবার ধৃতদের হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের তরফে। বৃহস্পতিবার ধৃতদের বসিরহাট আদালতে তোলা হবে। সূত্রের খবর , গোপন সূত্রে অনুপ্রবেশের খবর ছিল বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে। সেই মতো সীমান্ত এলাকায় কঠোর নজরদারিও চলছিল। তারই ফল মিলল হাতেনাতে। বুধবার ভোররাতে দালাল-সহ ১৮ জন বাংলাদেশিকে পাকড়াও করে সীমান্তরক্ষী বাহিনীর ১১৮ ব্যাটেলিয়ন জওয়ানরা। তাদের জিজ্ঞাসাবাদও করা হয়। এদের মধ্যে কয়েকজন বহু বছর ধরে ভারতে কর্মরত। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে বাংলাদেশে গিয়েছিলেন। ফেরার সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেন। ধৃতদের মধ্যে কয়েক জন বাংলাদেশ থেকে প্রথমবার ভারতে আসছিলেন। তাদের দাবি, কাজের সন্ধানেই এদেশে এসেছিলেন তাঁরা। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ধৃতদের হিঙ্গলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।গোয়েন্দাদের হাতে আলাদাভাবে ধরা পড়ে তিনজন। তাদের জেরা করে বিএসএফের গোয়েন্দারা জানতে পারেন যে, তিনজনই আসলে বাংলাদেশি। জেরায় দু’জন জানায়, তামিলনাড়ুর দু’টি কাপড়ের মিলে ভুয়ো পরিচয় দিয়ে কাজ করছেন প্রায় দু’শো জন বাংলাদেশি। অন্য ব্যক্তি জানিয়েছে, সে কেরলের অন্তত ৬০ জন বাংলাদেশিকে চেনে, যারা কাজ করছে সেখানকার কারখানায় ভুয়ো পরিচয়ে। এই তথ্য জানার পর নড়েচড়ে বসে কেন্দ্রীয় গোয়েন্দারা। সীমান্তবর্তী নজরদারি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে । চলছে দেশের ভিতরের নজরদারিও।