টাইমস বাংলা ডেস্ক, দক্ষিণ ২৪ পরগনা -বুধবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় বারুইপুর জেলা সুপার ফেসিলিটি হাসপাতালে। রোগীর পরিবারের লোকেদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের প্রথমে চলে বচসা। তার পরে তা চেহারা নেয় মারপিটের । দক্ষিণ ২৪ পরগনার পিয়ালির বাসিন্দা বুবাই দাস। তাঁর একটি দশদিনের সন্তান রয়েছে। দিনকয়েক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওই খুদে। সেই কারণে তাকে ভরতি করা হয় হাসপাতালে। খুদের সঙ্গে হাসপাতালেই ছিলেন বুবাইয়ের স্ত্রী। বুধবার সকালে স্ত্রীকে ডাব দিতে হাসপাতালে গিয়েছিলেন ওই যুবক। সেখানে যেতেই শুরু অশান্তি। অভিযোগ, হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রবেশে বাধা দেয়। বুবাই বারবার অনুমতির কথা বললে তাঁরা টাকা দাবি করে। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়। বুবাইয়ের পরিবারের অভিযোগ, প্রথমে এক নিরাপত্তারক্ষী বুবাইকে মারধর করে। তার জেরে মাথা ফাটে তাঁর। এরপরই আহতের পরিবারের সদস্যরা পাল্টা হামলা চালায় নিরাপত্তারক্ষীদের উপর। ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। মাথা ফাটে একজনের। জুতোপেটা করা হয় হাসপাতালের কয়েকজন কর্মীকে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকদের সামনে দীর্ঘক্ষণ চলে অশান্তি। খবর অনুযায়ী, বর্তমানে শান্ত পরিস্থিতি। জানা গিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সাথে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । আসলে কি ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।