অনিসা মান্না, কলকাতা, টাইমস বাংলা ডেস্ক – শহরে ফের একাকী থাকা এক বৃদ্ধার মৃত্যু হয়। ওই মহিলার বয়স বছর সত্তরের , নাম কৃষ্ণা মালিক। তিনি সিঁথির পেয়ারা বাগানের বাসিন্দা। ওই এলাকার বাড়িটিতে একাই থাকতেন বৃদ্ধা। তার আত্মীয়রা অন্যত্র থাকতেন। বেশ কয়েক মাস ধরে সবার আসা-যাওয়াও বন্ধ ছিল। তারই মধ্যে ঘটে গেল এই ঘটনা। প্রতিবেশীরা জানান , বৃদ্ধা বেশ মিশুকে ছিলেন। তবে দিনকয়েক ধরে তাঁকে একেবারেই দেখা যাচ্ছিল না। গত কয়েকমাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বৃদ্ধা। করোনা সংক্রমণের আশঙ্কায় বাড়ি থেকে ওই বৃদ্ধা বেরোচ্ছেন না বলেই প্রথমে মনে করেছিলেন সকলে। তবে কেউই তাঁর বাড়িতে খোঁজ নিতে যাননি। এদিকে, গত সোমবার থেকে তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ ভেসে আসতে থাকে। উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা বোঝেন ওই বৃদ্ধার ঘর থেকে গন্ধ বেরোচ্ছে। অনেক ডাকাডাকি করার পরেও কোন সাড়া না পাওয়ায় পুলিশে খবর দিতে বাধ্য হন তারা। পুলিশ এসে ডাকাডাকি করলেও, কোনো সাড়া পাওয়া যায়নি ফলে দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। দেখেন বিছানার ওপর পড়ে আছে বৃদ্ধার মৃতদেহ। দেহটিকে উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের পাঠিয়েছে। সূত্রের খবর শরীরে কোন ক্ষতর দাগ নেই ঘরের জিনিসপত্রও গুছিয়ে রাখা। পুলিশের প্রাথমিক অনুমান, বার্ধক্য জনিত রোগের কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে। সঠিক কারণটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে। এরপরেও বৃদ্ধার বাড়ির পরিচারিকা এবং আত্মীয়-স্বজনদের সাথে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।