টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – কালীপুজো , বড়দিন এবং নববর্ষে শুধুমাত্র গ্রীন বাজি ফাটানো যাবে । এমনই নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এছাড়াও বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দীপাবলির দিন শুধুমাত্র ২ ঘণ্টা বাজি ফাটানো যাবে। রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্তই ফাটানো যাবে বাজি। ছট পুজোর দিনও শুধুমাত্র দুই ঘণ্টার জন্য ফাটানো যাবে বাজি। সকাল ৬টা থেকে ৮টা , বড়দিন এবং নববর্ষের দিন ৩৫ মিনিট বাজি ফাটানোর অনুমতি রয়েছে। রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাজি ফাটানো যাবে । আগে কালীপুজোয় বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। ২০২০ সালে করোনাভাইরাসের জেরে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এখনো করোনাভাইরাস দুর্বল হয়নি। তাই বাজি নিষিদ্ধ করা হোক বলে জনস্বার্থ মামলার হলফনামায় উল্লেখ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত বাজির ধোঁয়াতে করোনাজয়ীদের প্রাণঘাতী হতে পারে। এ জন্য আগেই সতর্ক বার্তা দিয়েছেন চিকিৎসকরা। ২০২০ সালেও বলা হয়েছিল, বাজি ফাটানো যাবে না কালীপুজোয়। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল কোনও বাজি বিক্রিও করা যাবে না। রাজ্যজুড়ে নিষিদ্ধ করা হয়েছিল বাজি। সেই কারণে ,আগেরবার ময়দান চত্বরের বাজি ব্যবসায়ীদের তেমন লাভ না হওয়ায় এই বছর অনির্দিষ্ট কালের জন্য বাজির বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাজি ব্যবসায়ীরা।