অনিসা মান্না , কলকাতা, টাইমস বাংলা ডেস্ক – কেন্দ্রের সঙ্গে যে মামলা চলছে, তা নিয়ে মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপনবাবু। গত ২২ শে অক্টোবর দুপুর তিনটেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কলকাতা বেঞ্চে আলাপনবাবুর মামলার শুনানি ছিল। কেন্দ্রের কর্মীবর্গ দফতরের তরফে কলকাতা থেকে সেই মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে সেইদিনই কলকাতা থেকে দিল্লিতে মামলা সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় স্যাটের প্রিন্সিপাল বেঞ্চ। বুধবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল। তার আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। এরইমধ্যে তার জায়া সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের কাছে আলাপন বাবুকে খুন করা হবে এমন হুমকি দিয়ে চিঠি আসে। চিঠির প্রেরক হিসেবে দেখা যাচ্ছে, রাজাবাজার সায়েন্স কলেজের কেমিকাল টেকনোলজির এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। আলাপন বন্দ্যোপাধ্যায় স্ত্রী জানিয়েছেন চিঠিটি তার কাছে এসে পৌঁছায় স্পিড পোষ্টের মাধ্যমে। চিঠিটি দেড়লাইনের তাতে বলা হয়েছে ‘ম্যাডাম, আপনার স্বামীকে মেরে ফেলা হবে। কেউ আপনার স্বামীর জীবন বাঁচাতে পারবে না’। চিঠিটির জন্য পুলিশে রিপোর্ট লেখানো হয়েছে । আলাপন বাবু এখন রাজ্য সরকারের প্রধান উপদেষ্টা ,তাই বিষয়টি রাজ্য সরকারকেও জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, চিঠির প্রেরক হিসেবে যে ব্যক্তির নাম ব্যবহৃত হয়েছে । ওয়েবসাইটে সেই নামে রাজাবাজার সাইন্স কলেজের শুধুমাত্র কেমিক্যাল টেকনোলজির বিভাগে নয় , সব বিভাগ খোঁজার পরও সেই নামের কোন ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যে চিঠিটির একটি প্রতিলিপি রাজাবাজার সাইন্স কলেজে পাঠানো হয়েছে। বিষয়টির উপর একটি মামলা রুজু করেছে পুলিশ ,যার সূত্র ধরেই তদন্ত শুরু করা হয়েছে।