টাইমস বাংলা ডেস্ক – পুঞ্চ জেলায় গত দিন পনেরো ধরেই সেনা-জঙ্গি লড়াই চলছে। সংঘর্ষ হয়েছে বদগাওঁয়েও। অভিযানে বেশ কয়েকটি সংঘর্ষে এখনও পর্যন্ত দশ সেনা জওয়ান শহিদ হয়েছেন। খতম হয়েছে বেশ কয়েকজন পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী। এই প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল অমিত দেব বলেন, “বায়ুসেনা ও স্থলসেনার পাশাপাশি আরও অনেক ক্ষুদ্র অভিযানের দৌলতে কাশ্মীরের স্বাধীনতা রক্ষা হচ্ছে। আমি নিশ্চিত একদিন পাক অধিকৃত কাশ্মীর এদিকের সঙ্গে যুক্ত হবে আর আগামীদিনে সমগ্র কাশ্মীর আমাদের হবে।” চলতি মাসে ক্রমাগত নাশকতা চালিয়ে কাশ্মীরে আতঙ্কের দিন ফেরানোর ছক কষেছিল জঙ্গিরা। হিন্দু ও শিখদের টার্গেট করছে জঙ্গিরা। কিন্তু তাদের সব পরিকল্পনাই ভেস্তে দিচ্ছে কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনীরা। গত দু’সপ্তাহে নিকেশ হয়েছে ১৭ জন সন্ত্রাসবাদী। অন্যদিকে সন্ত্রাসবাদীদের সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ৪ জন সন্দেহভাজন। সবমিলিয়ে কাশ্মীরে পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে ভারত। বারবার ব্যর্থ হলেও ভারতের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে ইমরান খানের প্রশাসন। কাশ্মীর সংক্রান্ত নানা বিষয় বিশ্বের দরবারে সাহায্য চাইলেও কোন দেশ তাদের এই বিষয় সাহায্য করেনি। এহেন পরিস্থিতিতে অমিত দেবের স্পষ্ট বক্তব্য তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন সবাই।