টাইমস বাংলা ডেস্ক, ইন্দোর- এ যেন পুরো সিনেমার গল্প, সবকিছুই সম্ভব প্রেম ও যুদ্ধে, এই কথাটা যেন বাস্তবায়ন ঘটল মঙ্গলবারের ঘটনাটিতে । কোটিপতি স্বামীকে ছেড়ে অটো ড্রাইভারের সঙ্গে পালালো গৃহবধূ। মধ্যপ্রদেশের কোটিপতি লোকটি ভেবেছিল তার স্ত্রী কিডন্যাপ হয়েছে। সেই বুঝে পুলিশে লিখিত ডায়েরিও করেছিলেন তিনি । কিন্তু সেই ঘটনার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসলো আসল রহস্য। অটোচালকের নাম ইমরান। বয়স ৩২। কোটিপতির স্ত্রীর থেকে অন্তত ১৩ বছরের ছোট। কোটিপতি স্ত্রীকে প্রত্যেকদিন অটো করে নিয়ে যেতেন এই চালক এবং নিয়ে আসতেন তিনি, সেই থেকেই প্রেমের সূত্রপাত। এমন কাজ যথাযথ নাবালিকাদের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু একজন এত বড় ব্যবসায়ীর বিবাহিতা স্ত্রীকে এমন ঘটনা ঘটাতে দেখে হতবাক সবাই। কোটিপতি স্বামীর আরও অভিযোগ, নিজের দেরাজে ৪৭ লক্ষ টাকা জমা রেখেছিলেন ইন্দোরের কোটিপতি ব্যবসায়ী। সেই টাকা নিয়েই অটোচালক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন গৃহবধূ।
তদন্তে নেমে পুলিশ, ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে নাকি ৩৩ লক্ষ টাকা উদ্ধারও করেছে। দু’জনের মোবাইল ট্র্যাক করা হচ্ছে। তা থেকেই জানা যাচ্ছে, খাণ্ডওয়া, জাভরা, উজ্জয়িনী, রতলামের মতো শহরে গিয়েছিলেন কোটিপতির স্ত্রী ও অটোচালক। তাঁদের মোবাইলের লোকেশন ট্রেস করেই জানতে পেরেছে পুলিশ। সেখানে স্থানীয় অফিসার পাঠিয়ে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু কোনও খোঁজ মেলেনি। আর কোথায় কোথায় তাঁরা যেতে পারেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।