অনিশা মান্না, টাইমস বাংলা ডেস্ক – ব্রা এর স্ট্রাপ দেখতে পাওয়ার নিয়ে নিত্য সমস্যার মুখোমুখি হয় তরুণীরা। সবথেকে বেশি সমস্যার মুখোমুখি হয় আঠারো অনুর্ধ তরুণীরা। অন্তর্বাস পোশাকের আড়ালে না যাওয়া পর্যন্ত আলোচনা চলতেই থাকে। কখনো কোনো বন্ধু বা কখনো অচেনা মহিলাদের কাছে শুনতে হয় তাদের নানা উপদেশ। যুগের বদলের সাথে অনেকেই এখন পাল্টা জবাব দিতে শিখেছে। কিন্তু সব মেয়েরাই এখন সমান ভাবে উন্নত হয়নি। তাই তাদের এই সমস্যার সমাধানে কতগুলি উপায় নিচে লেখা হল।
বর্তমানে স্লিভলেস টপ, কুর্তি কিংবা ব্লাউজই ট্রেন্ড। আপনি স্লিভলেস পোশাক পরে সারাক্ষণ যদি ব্রা’র স্ট্র্যাপ লুকোতেই ব্যস্ত থাকেন, তাহলে ফ্যাশনই মাটি। তাই স্লিভলেস পোশাক পরার সময় সেফটি পিন দিয়ে পোশাকের সঙ্গে ব্রা আটকে নিন। পোশাক তৈরি করালে অবশ্যই কাঁধে টিপ বোতামের সেফটি রিবন আটকান। তাহলে ব্রা উঁকি দেওয়ার দুশ্চিন্তা দূর হবে।
পিঠের দিকে ক্রস করা ব্রা এখন ফ্যাশনে ইন। তাই ব্রা’র স্ট্র্যাপ বেরনো থেকে মুক্তি চাইলে কনভার্টার ব্রা ব্যবহার করতেই পারেন।
ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের ব্রা । যেকোনও ধরনের পোশাকের সঙ্গে এই ব্রা পরতেই পারেন। ব্রা দেখা গেলেও কেউই বুঝতে পারবে না।
ব্রা’র ঝক্কি এড়াতে চাইলে ব্লাউজ বা যেকোনও পোশাকেই লাগিয়ে নিন ব্রেস্ট কাপ। তাতে কষ্ট করে ব্রা-ও পরতে হবে না। আর ইতিউতি উঁকিঝুঁকির ঝক্কিও থাকবে না।
স্টাইলিশ পোশাক পরার আগে ব্রা ক্লিপ বা ব্রা স্ট্র্যাপ হোল্ডার কিনে নিন। ওই ক্লিপ দিয়ে পিঠের দিকে ব্রা’র স্ট্র্যাপ আটকে দিন। তাতেই দেখবেন সমস্যা থেকে মিলছে মুক্তি।