টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগনা – ফের উত্তপ্ত ভাটপাড়া। চলল দুই রাউন্ড গুলি। গুলির শব্দে ছুটে যান স্থানীয়রা। তবে ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে দুষ্কৃতীরা। আক্রান্তরা জানিয়েছে, কি কারণে তাদের উপর হামলা হয়েছে সেটা তারা জানে না। কোনো পুরনো শত্রুতা , নাকি নতুন কোন ঘটনা তা তারা বুঝতে পারছে না। দুষ্কৃতীদের মুখ ঢাকা থাকার কারণে কোন জিনিসটাই পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আক্রান্তদের জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, সোমবার দিন রাতে একটি স্থানীয় ফাস্টফুডের দোকানে ২ জন যুবক খাবার খাচ্ছিলেন। সেই সময়ে বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তাদের উপর আক্রমণ চালায় । কিছু বোঝার আগেই তাদেরকে বন্দুকের বাট দিয়ে আহত করে দুষ্কৃতীরা । পরে লোক জড়ো হতে আকাশে দুই রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তারা। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
কদিন আগেই দুস্কৃতির তান্ডব চলেছিল ভাটপাড়ায় । ওখানকার স্থানীয় সাংসদ অর্জুন সিং এর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বোমাবাজি করে , অর্জুন সিং এর বক্তব্য দুষ্কৃতীদের নিশানায় ছিল তাদের বাড়ি এবং তার নিরাপত্তার কাজে নিযুক্ত থাকা কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা। পরবর্তীকালে ঘটনাটির তদন্তে দায়িত্ব পেয়েছিল এনআইএ। ঘটনাটি তদন্ত এখন চলছে।