অনিসা মান্না, টাইমস বাংলা ডেস্ক, বিধাননগর- নিজের বাড়িতেই উদ্ধার মহিলার অগ্নিদগ্ধ দেহ। প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে তার স্বামী অসুস্থ থাকায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন । পুলিশ সূত্রে জানা গেছে ,রাজারহাট শিখরপুর রায়পাড়া এলাকায় দোতলা একটি বাড়িতেই থাকতেন অনিমা রায় নামে বছর সাতান্নর ওই মহিলা। সোমবার ভোরবেলা ওই বাড়ির দোতলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলার পরিবারেরই সদস্যরা। অগ্নিদগ্ধ হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন তিনি। তার হইচইতে অন্যান্যরা জড়ো হয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। এরপর রাজারহাট থানার পুলিশ এসে মহিলার অর্ধেকের বেশি পুড়ে যাওয়া দেহ উদ্ধার করে।
পরিবার সূত্রের খবর , অনেকদিন ধরেই তার স্বামী অসুস্থ। স্বামীর চিকিৎসার কোনো সুরাহা না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । পাড়া-প্রতিবেশী এমনকি পরিবারের লোকেদের সঙ্গেও কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন। সারাদিন বাড়ির মধ্যেই থাকতেন। খাওয়া-দাওয়া ঠিক করে করতেন না।
পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। তার ফলে অগ্নিদগ্ধ হয়ে প্রাণহানি হয়েছে ওই মহিলার। কিন্তু আত্মহত্যার এই পদ্ধতি অত্যন্ত সাহসিকতার সাথে নিতে হয়। বছর সাতান্নের এই মহিলা কিভাবে এই পদক্ষেপ নিলেন সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ । ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারবে পুলিশ। পাড়া-প্রতিবেশীরও অনুমান করছেন মানসিক অবসাদের জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। সূত্রের খবর ,সম্প্রতি কদিন আগেই বাঁশদ্রোণী এলাকায় একজন মহিলার দেহ ইলেকট্রিক তার জড়ানো অবস্থায় পাওয়া যায়। বারবার এমন ঘটনা ঘটায় পুলিশের ওপর মহল থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ আসছে।