অনিশা মান্না, ভাঙ্গড়, টাইমস বাংলা ডেস্ক – সোমবার হইচই পড়ে যায় ভাঙড়ের একটি বাঁশ বাগানে। স্থানীয় কয়েকজন মহিলা প্রতিদিনই কাঠ কুড়াতে যায় ঝিরির আইচের বাঁশ বাগানে। এদিন সকালে বাঁশ বাগানে কাঠ কুড়াতে গিয়ে একটি কঙ্কাল দেখতে পান তারা। কঙ্কালের পাশে পড়ে ছিল মহিলাদের ব্যাগ ও অন্তর্বাস। ফলে কঙ্কালটি কোনও মহিলার বলে অনুমান করা হয়। চারিদিকে খবরটির ছড়িয়ে পড়তে । স্থানীয়রা কঙ্কালটিকে দেখার জন্য জড়ো হয়। সেখানকার স্থানীয় একটি পরিবারের দাবি , কঙ্কালটি একটি মহিলার , তার নাম নুরবানু বিবি । পরিবারের সদস্যরা ব্যাগ ও পোশাক দেখে কঙ্কালটি সনাক্ত করেন। জানা যায়, প্রায় ১ মাস ধরে নিখোঁজ ছিলেন ওই মহিলা। পুলিশে নিখোঁজের অভিযোগও করেছিল তার পরিবার। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ । পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। কঙ্কালটিকে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। তার হাড়ের পরীক্ষা করে কঙ্কালটি শনাক্তকরণ করা হবে। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শেষবার কোথায় এবং কাদের সঙ্গে তিনি ছিলেন তারও খোঁজ করছে পুলিশ।