টাইমস বাংলা ডেস্ক, হুগলি – রবিবার বাঁশদ্রোণীর পোস্টাল পার্কের একটি নির্মীয়মাণ বাড়ির কাজে যোগ দিতে আসেন শ্রমিকরা। সেই সময় তাঁরা একটি মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মহিলার সারা শরীরে বৈদ্যুতিন তার পেঁচানো ছিল। দেহের আশেপাশেও পড়ে ছিল তার। তাঁদের চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন জড়ো হয়ে যায়। পুলিশকে খবর দেওয়া হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ । সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় তাঁর হাতে পোড়া দাগ পাওয়া গিয়েছে। শর্ট সার্কিটে ওই মহিলার মৃত্যু হয়েছে বলেই মনে করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, তারা নিহত ওই মহিলাকে আগে কখনই এই এলাকায় দেখেননি। অজ্ঞাতপরিচয় মহিলার মৃত্যুতে একাধিক প্রশ্নের ভিড়। চুরির উদ্দেশে ওই বাড়িতে এসেই কি প্রাণহানি হয়েছে তাঁর, এমনি অনেক প্রশ্ন উঠছে । নির্মীয়মাণ বাড়ির কাজে যুক্ত শ্রমিক এবং স্থানীয়দের জেরা করে সমস্ত তথ্য হাতে আসবে, বলেই মনে করছে পুলিশ। মহিলার বয়স ৪৫ এর কাছাকাছি বলেই অনুমান করা হচ্ছে। তাঁর পরণে ছিল শাড়ি। ওই মহিলা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বলেই অনুমান করছে পুলিশ। ওই নির্মীয়মাণ বাড়িতেই কি খুন করা হয়েছে মহিলাকে নাকি অন্য কোথাও খুন করে , তাঁর দেহ নির্মীয়মাণ বাড়িতে নিয়ে আসা হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।