টাইমস বাংলা ডেস্ক – করোনা পরিস্থিতির মধ্যেও ভ্রমণ প্রেমীদের জন্য সুখবর । এতদিন ধরে ভারতীয়দের জন্য বন্ধ ছিল পূর্ব এশিয়ার দেশ সিংগাপুরের দরজা। তবে আর নয় এবার থেকে সবাই ঘুরতে যেতে পারবে সিঙ্গাপুরে। ভারত ছাড়াও আরো পাঁচটি দেশের জন্য এই বিধি তুলে দেওয়া হয়েছে। ভারতের সাথে বাংলাদেশ , নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তানের জন্যও উঠে গিয়েছে বিধি নিষেধ। গত শনিবার এমনটাই ঘোষণা করে সিঙ্গাপুর।
তবে তাঁদের ১৪ দিনের ট্রাভেল হিস্ট্রি জানাতে হবে কর্তৃপক্ষকে। তবে কিছু নিয়মও জারি থাকছে। এই ছয় দেশ থেকে সিঙ্গাপুরে গেলে ১০ দিন কোয়ারেন্টাইনে অবশ্যই থাকতে হবে। প্রসঙ্গত, এই ছয় এশিয়ান দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখার পরই। এই সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক। তবে এইটুকু বিধি-নিষেধ ভ্রমণ প্রেমীদের জন্য কিছুই না। সূত্রে খবর, সম্প্রতি কোয়ারেন্টাইনে থাকার নিয়ম নিয়ে গ্রেট ব্রিটেনের সিদ্ধান্ত নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছিল। কেন্দ্রের চাপে কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করেছিল ব্রিটেন। করোনা টিকার কোভিশিল্ডের জোড়া ডোজ নিয়ে ইংল্যান্ডে যাওয়া ভারতীয়দের আর নিভৃতবাসে থাকতে হবে না। এমনই জানিয়ে দিয়েছিলেন ভারতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত এলেক্স অ্যালিস । ১১ অক্টোবর থেকেই এই নিয়ম চালু হয়েছে। কোয়ারেন্টাইন নিয়ে কেন্দ্রের চাপের পর, দু’দেশের মধ্যে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখতে এই নিয়ম শিথিল করল ব্রিটেন ।