টাইমস বাংলা ডেস্ক, দিল্লী – আবারও একবার চরম লজ্জার সাক্ষী থাকল দিল্লি। সামান্য খেলনার লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলছিল শিশুটি। তখনই তার সরলতার সুযোগ নিয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায় সেই যুবক। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে শিশুটি পরিবারকে পুরো ঘটনা জানায়। তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভরতি করে পরিবারের সদস্যরা। হাসপাতালের চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর জানায়, তাকে ধর্ষণ করা হয়েছে। শুনে হতবাক হয়ে পড়ে সদস্যরা। এর পরই থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয় অভিযুক্তের খোঁজে। দেখা যায়, অভিযুক্তের সঙ্গে বাজারের দিকে গিয়েছিল শিশুটি। খেলনা বা খাবারের লোভ দেখিয়ে তাকে ডেকে নিয়ে গিয়েছিল অভিযুক্ত। গোটা ঘটনার তদন্তের রিপোর্ট চেয়েছে দিল্লির মহিলা কমিশন ।
পকসো ধারায় দায়ের হয় মামলা। কুকীর্তি করে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। রবিবার সকালে রোহতক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। রবিবারই আদালতে তোলা হতে পারে তাকে।