টাইমস বাংলা ডেস্ক, নদিয়া- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে শুরু হলো প্রায় ২৩টি কর্মমুখীন সার্টিফিকেট কোর্স। প্রায় সব কোর্সের ক্লাস শুরু হবে নভেম্বর মাস নাগাদ। আর কিছু কিছু কোর্সের ক্লাস শুরু হবে ডিসেম্বর মাসে। কোর্সের সময়-সীমা ১ মাস থেকে ৬ মাসের। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অন্তর্গত রাষ্ট্রীয় উচ্চ শিক্ষা অভিযান (রুশা)- এর স্কিমের সহযোগিতায় এই ধরনের কোর্সের ভাবনা। মূলত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাহায্যে এবং রাজ্য সরকারের সহযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের সক্রিয় উদ্যোগে রুশা স্কিমের অধীনে এই কোর্সের পরিচালনা। প্রত্যেকটি কোর্স নতুন ধরনের ও কর্মমুখীন। এর ফলে বেকার যুবক-যুবতীরা বিশেষভাবে সুবিধা পাবেন। তৈরি হবে কাজের সুযোগ। বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্রেও এই ধরনের কোর্সের গুরুত্বের কথা অর্থনীতিবিদরা স্বীকার করছেন।
ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিভিন্ন কোর্সে সারা রাজ্যব্যাপী পড়ুয়াদের আবেদনে বিশেষ উৎসাহ দেখা গেছে। কলা ও বাণিজ্য, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ও ব্যবস্থাপনা এবং শিক্ষা অনুষদের অধীনে এমন মোট ২৩ টি কোর্স চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিটি কোর্সের ক্ষেত্রেই অভিনবত্ব রয়েছে। ‘এন্টারপ্রেনারশিপ ও ক্যারিয়ার হাব’ গঠনের উদ্দেশ্য নিয়েই এই ধরনের কোর্স এর পরিকল্পনা ও তার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এদের মধ্যে বিশেষভাবে বলতে হয়, এই ধরনের কোর্স করে যেমন সরাসরিভাবে বিভিন্ন চাকরিতে প্রবেশের সুবিধা পাওয়া যাবে, পাশাপাশি এই কোর্স বিভিন্ন চাকরির দিশা দিতে পারে। কিছু কিছু কোর্স করলে ব্যক্তিগতভাবে উদ্যোগপতি হয়ে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়ার সুযোগ থাকছে। কোর্সগুলির ফ্রেমওয়ার্ক তথা কোর্স-কারিকুলাম সেভাবেই বিন্যাস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানাচ্ছেন, যুবক-যুবতীদের কর্মের দিশা দেখাতেই এই ধরনের কোর্সের উপস্থাপনা। যথেষ্ট উৎসাহ দেখা গেছে পড়ুয়াদের মধ্যে। লোকসংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সুজয়কুমার মণ্ডল জানান, বিশ্ববিদ্যালয় বহুদিন থেকেই এই প্রকল্পের টাকা পড়েছিল। পূর্বতন উপাচার্য অধ্যাপক শংকরকুমার ঘোষ এই প্রকল্পের টাকা নিয়ে স্বজনপোষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অবশেষে উপাচার্য পরিবর্তন হওয়ায় বর্তমান উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যালের উদ্যোগে দ্রুত এই প্রকল্পের নানা কর্মসূচি রূপায়িত হতে চলেছে। যাইহোক, এই ধরনের কোর্স করলে বেকার যুবক-যুবতীরা অনেকেই বিশেষ সুবিধা পেতে পারেন। অর্থনৈতিক কর্মমুখী উদ্যোগ এবং পেশাগত জীবনে প্রবেশে বিশেষভাবে সাহায্য করবে বিভিন্ন কোর্স। যেমন আমাদের বিভাগে ‘সমষ্টিগত উন্নয়নে লোকসংস্কৃতি ও পর্যটনের’ যে ভূমিকা সেই সংক্রান্ত এই কোর্সের প্রশিক্ষণ নিয়ে ব্যক্তিগত উদ্যোগপতী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই পেশার মানুষের এই কোর্স করে তাদের কাজের ক্ষেত্রে লোকসংস্কৃতির ধারণা ব্যবহারের সুযোগ সুযোগ তৈরি করে গ্রামীণ পর্যটন সাংস্কৃতিক পর্যটন ও পরিবেশ কেন্দ্রিক পর্যটনে অভিনবত্ব আনতে পারে। আর এই ধরনের পর্যটনের কার্যকলাপের মাধ্যমে বেকার যুবক ও যুবতীরা নিজের ব্যবসা শুরু করতে পারে। কোর্সের চরিত্র আন্তঃবিদ্যায়তনিক হবার দরুন বিভিন্ন ফ্যাকাল্টি থেকেই এই কোর্সে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
মোট ২৩ কোর্স হল — অ্যাপ্লাইড জিএসটি এন্ড ইনকাম ট্যাক্স, সার্টিফিকেট কোর্স ইন কোহা অন ক্লাউড, ওমান এন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট কম্পিউটার এডেড অনলাইন বিজনেস, এনহান্সমেন্ট অফ ম্যানেজারিয়াল স্কিল অফ মেম্বার্স অফ ওমেন এসএইচজি ক্লাস্টার্স, যোগা, সোশ্যাল অ্যাওয়ারনেস এন্ড এন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট, ট্রাভেল এন্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট, টেগরস লাইফ এন্ড ফিলোজফি, জার্নালিজম, ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউজিং হ্যাম রেডিও, সাইন্টিফিক রাইটিংস, ফিনান্সিয়াল সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, বায়ো ডাইভারসিটি ম্যাপিং এন্ড কনজারভেশন, ফোকলোর, ট্যুরিজম এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, ম্যাটারিয়াল ক্যারেক্টারাইজেশন, রাবার কম্পাউন্ডিং, ক্লিনিক্যাল নিউট্রেশন এন্ড ডায়াগনোসিস, ওয়াটার এন্ড সয়েল কোয়ালিটি মনিটরিং এন্ড এনভারমেন্টাল ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন অফ রিমোট সেন্সিং এন্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ইন ন্যাচারাল রিসোর্স এন্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, সার্টিফিকেট অন্ড ড্রাই ফ্রাওয়ার প্রসেসিং এন্ড ফ্লোরাল ক্রাফটস, ফর্ম অ্যানিম্যাল সেল কালচার টু স্টাডিং জেনে এক্সপ্রেশন, বায়োমেডিকেল সাইন্স। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যালএই কোর্সগুলির প্রয়োজনীয়তা সম্পর্কে আরও বলেন, ছাত্র-ছাত্রী বিশেষ করে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের দিকে তাকিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আধিকারিকদের সাহায্যে বিভিন্ন কোর্সের ডিজাইন করে পরিচালনার কাজে হাত দিয়েছি। ভবিষ্যতে সামাজিকভাবে এর সুফল মিলবে। তাছাড়া এই প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো বাড়ানোর কাজও শুরু হয়েছে।