অনিসা মান্না, টাইমস বাংলা ডেস্ক – পুজোর মাসে পাহাড়ে পর্যটকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। পুজোর লম্বা ছুটিতে , এখন সবাই পরিবারকে নিয়ে বাইরে বেড়াতে যেতে বেশি আগ্রহী। গত পাঁচ বছর ধরে পুজোর সময় এমন উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সবাই পাড়ি দিচ্ছে উত্তরবঙ্গে। পাহাড়ের মনোরম পরিবেশে, শীতল আবহাওয়া সময় কাটাতে।দার্জিলিং , কালিম্পং , ডুয়ার্সে উপচে পড়েছে পর্যটকদের ভিড়। তবে শুধুই উত্তরবঙ্গ নয়, ভিড় জমেছে সিকিমেও । পর্যটনের সরকারি ও বেসরকারি হিসেব বলছে, ৩৫ হাজারেরও বেশি পর্যটক এসেছেন এসব অঞ্চলে। কিন্তু আগের দুই বছরে পর্যটক এর যাওয়া আসা খুবই কমে গিয়েছিল। এসব অঞ্চলের ট্রাভেল এজেন্সিদের মাথায় হাত পড়ে গিয়েছিল ।কিন্তু পুজোর সময় আবারও এমন ভীড় আশা বাড়াচ্ছে। সূত্রের খবর , ৯ ই অক্টোবর থেকে দার্জিলিং, সিকিম, ডুয়ার্সে পর্যটকদের ভিড় হওয়া শুরু হয়েছে। পুজোর চারদিন পাহাড়ে পর্যটকের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। পর্যটন ব্যবসায়ীদের কথায়, আগামী ২২ শে অক্টোবর পর্যন্ত এরকমই অবস্থা থাকবে। জানা গিয়েছে, টুরিস্ট স্পট ও বেশিরভাগ হোটেল-রিসর্টে করোনাবিধিও মানা হচ্ছে। এমনকী, কালীপুজোর সময়ে বুকিংও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এভাবে টুরিস্ট এলে পর্যটন ব্যবসা আবার আগের মত চলতে শুরু করবে ।