টাইমস বাংলা ডেস্ক – সবসময়ই নানা বিতর্কে নজরকাড়ে উত্তর প্রদেশের যোগী সরকার। এবার যোগী সরকারের প্রচার সভায় ঢুকে পরে বন্দুকধারী এক যুবক। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় ঢিলেমির অভিযোগে সাসপেন্ড চার পুলিশকর্মী। আরও ৩ পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্ত চলছে। উত্তরপ্রদেশে নির্বাচন প্রক্রিয়া শুরু হতে আরও বাকি মাস ছ’য়েক। এরইমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে তাঁর সরকারি সফরের সংখ্যাও আগের তুলনায় বাড়ছে। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তার এই ঘাটতি রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে।উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনাটিই ঘটেছে মুখ্যমন্ত্রী সভাস্থলে আসার ৪০ থেকে ৪৫ মিনিট আগে। তাছাড়া, যে যুবক বন্দুকটি নিয়ে সভাস্থলে গিয়েছিল, তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রাখার আইনি নথিও ছিল। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ওই যুবক স্থানীয় এক সরকারি আধিকারিকের আত্মীয়। মুখ্যমন্ত্রীর সভায় সে কেন আগ্নেয়াস্ত্রটি নিয়ে ঢুকেছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর সভাস্থলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সশস্ত্র ওই যুবক ঢুকল কীভাবে? এর ফলে সভা আরও এক ঘণ্টা পিছিয়ে যায় ,নিরাপত্তা নিশ্চিত করার পরে সভা আবার শুরু হয়।
Thanks for the good article, I hope you continue to work as well.Спаситель на продажу