অনিশা মান্না , কলকাতা, টাইমস বাংলা ডেস্ক- পশ্চিমবঙ্গের দক্ষিনে জেলাগুলিতে রাতের ও ভোরের দিকে দেখা মিলছে কুয়াশার। কমছে তাপমাত্রাও । যখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ তখন দক্ষিণবঙ্গে শীতের আমেজ থাকার সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে ভোরের কুয়াশায় ঢেকে যাবে দক্ষিণের জেলাগুলি। তার ফলে কালীপুজো, ভাইফোঁটায়ে ভালোই শীত অনুভব করতে পারবে কলকাতাবাসীরা । বিহারে নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণবাতে পরিণত হয়েছে তারই কারণে , এখন পরিস্থিতি কিছুটা হলেও সামলেছে উত্তরবঙ্গে । কালিংপং, দার্জিলিং, শিলিগুড়ি এলাকা গুলিতে কালকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা হয়নি। আজ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। সূত্রে খবর ১০ নম্বর জাতীয় সড়ক মেরামতের কাজ চলছে । খুব তাড়াতাড়ি যান চলাচল স্বাভাবিক হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানান হয়েছে , শুক্রবার নিম্নচাপ সরে যাওয়ায় সমুদ্র থেকে যে পূর্বালী হাওয়া ঢুকছিল দক্ষিণবঙ্গে তা বন্ধ হয়েছে। বদলে আজ থেকে উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া ঢুকবে। তাতেই ঠান্ডা মালুম হবে কিছুটা। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে আজ। অর্থাৎ রাতের দিকে তাপমাত্রা ২১-২২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। গ্রামের জেলার গুলির দিকে তা আরো একটু কমতে পারে। তবে দিনের বেলায় সেভাবে ঠান্ডা অনুভূত হবে না। রোদ থাকবে । শীত বোঝা যাবে রাতের দিকেই। এটাকে এখনই অবশ্য শীত বলতে রাজি নয় আবহাওয়া দপ্তর। জাঁকিয়ে ঠান্ডা এবারও ডিসেম্বর মাসেই পড়বে বলেই জানানো হয়েছে। শুক্রবার থেকে প্রাক শীত পর্ব শুরু হয়ে যাবে রাজ্যে।