টাইমস বাংলা ডেস্ক, ঢাকা- কুমিল্লার দুর্গা মন্দিরে ঘটে যাওয়া ঘটনার পর বারবার সম্প্রীতির শান্তির বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফের একবার সেই বার্তাই দিলেন তিনি। বাংলাদেশে একটি অনুষ্ঠানে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যবস্থা নিতে হবে। শান্তি মিছিল ও শান্তিসভা করার পরামর্শও দিয়েছেন তিনি।
দিন দুয়েক আগে মন্ত্রিসভার বৈঠকেও নিজের অবস্থান স্পষ্ট করেন হাসিনা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে কড়া ব্যবস্থার নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি বাংলাদেশের সাধারণ নাগরিকদের সম্প্রীতির বার্তাবরণ বজায় রাখার জন্য অনুরোধ করেছেন । কুমিল্লার ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের খবর ছড়িয়ে পড়ছে। ঘটনার সত্যতা যাচাই না করে, এই ধরনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কথায় বিশ্বাস না করার অনুরোধ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছু দিন আগে কুমিল্লা আওয়ামী লীগের নতুন একটি ভবন উদ্বোধনের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, ‘যাতে কোনও ধরনের সংঘাত দেখা না দেয় । তার দায়িত্ব নিতে হবে। এই মাটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই যেন ভালোভাবে বাঁচতে পারে।’ তাঁর কথায়, ‘জাতির পিতার ডাকে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ কাঁধে অস্ত্র তুলে নিয়ে এ দেশকে স্বাধীন করেছে। তাই সেই স্বাধীনতাকে কোনওভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ‘কুমিল্লায় যে ঘটনাটি ঘটে গিয়েছে, সেটা খুব দুঃখজনক। কারণ, মানবধর্মকে সম্মান করাই ইসলামের শিক্ষা। নিজের ধর্ম পালনের অধিকার যেমন সবার রয়েছে, তেমনই অন্যের ধর্মকেও কেউ অপমান করতে পারে না। এমন শিক্ষা ইসলাম দেওয়া হয় না। নিজের ধর্মকে সম্মান করার সঙ্গে সঙ্গে অন্যের ধর্মকেও সম্মান করতে হয়, অন্য ধর্মকে অপমান করলে নিজের ধর্মকেও অসম্মান করা হয়।’ আইন যাতে কেউ নিজের হাতে তুলে না নেয়, সেই বার্তাও দেন হাসিনা। তিনি বলেন, ‘কেউ অপরাধ করলে সে যেই হোক, অপরাধীদের বিচার হবে। আমাদের আইন ব্যবস্থা বিচার করবে। প্রতিটি ধর্ম শান্তির বাণীর কথা বলে, সবাই শান্তি চায়।’ তিনি মন্তব্য করেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধা দেওয়ার জন্য মাঝেমধ্যে এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হয়।’ কিন্তু , তার ফলে আমাদের পিছিয়ে থাকলে হবেনা আমাদের অগ্রগতির সাথে এগিয়ে যেতে হবে।
Thanks for the good article, I hope you continue to work as well.Спаситель на продажу