টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – বৃহস্পতিবার কলকাতা পুরসভার অন্তর্গত একটি জলাশয় থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ । তার পিঠে ছিল একটি ব্যগ। তার মধ্যে পাওয়া গেছে শিলনোরা । কোন সুইসাইড নোট পাওয়া যায়নি । রামলাল বাজার এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয় যুবকের দেহটি। ঘটনাটিকে নিয়ে এলাকায় শোরগোল পরে যায় । সূত্রের খবর, পুলিশকে খবর দেওয়া পর পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । কীভাবে মৃত্যু হল ওই যুবকের তা জানতে তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ। ব্যাগের ভেতর শিলনোড়া পাওয়ায় আত্মহত্যা চেয়ে খুনের দিকে বেশি সন্দেহ হচ্ছে পুলিশের। ময়নাতদন্তের রিপোর্ট এলে খুন হয়েছে যুবকটি নাকি আত্মহত্যা তার উপর দিয়ে ধোঁয়াশা কাটবে। জানা গিয়েছে, মৃতের নাম মৈনাক জোতদার। বয়স ৩৭ বছর। পূর্বাচল মেন রোডের বাসিন্দা ওই যুবক। একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। করোনার কারণে দীর্ঘদিন ধরে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন। বুধবার আচমকাই উধাও হয়ে যান মৈনাক। দিনভর তল্লাশি চালিয়েও তাঁর হদিশ মেলেনি। পরিবারের তরফে নিখোঁজের ডায়েরি করা হয়েছিল গড়ফা থানায়। তার জেরেই শুরু হয় তল্লাশি। বৃহস্পতিবার সকালে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে , কিছুদিন যাবত সরকারি চাকরী সংক্রান্ত নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি, তার জেরেই আত্মহত্যা নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে তা বুঝতে পারছেন না । ঘটনার তদন্তে পুলিশ।
Thanks for the good article, I hope you continue to work as well.Спаситель на продажу