টাইমস বাংলা ডেস্ক, বর্ধমান – লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চার জনের। পূর্ব বর্ধমানের গঞ্জ এলাকার ঘটনা। বুধবার দুপুরে বর্ধমান- কালনা রোডের উপর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
শক্তিগড় থানার গঞ্জের বালিয়াড়া গ্রামের কাছে দুপুর দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, টোটোয় চেপে চার বন্ধু বালিয়াড়া এলাকায় মদ্যপান করতে গিয়েছিল। ভৈরব দাস নামে এক যুবক টোটোটি চালাচ্ছিল বলে খবর। তিনি মদ্যপ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেরার পথে ভৈরব বেপরোয়াভাবে টোটো চালাচ্ছিলেন। রাস্তা ফাঁকা থাকায় উলটোদিক থেকে আসা লরিটি স্বাভাবিকভাবে দ্রুত গতিতে ছিল। বালিয়াড়ার কাছে মুখোমুখি লরি-টোটো ধাক্কা লাগে। টোটোয় থাকা চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। চুরমার হয়ে যায় টোটোটি। চারজনকেই পিষে দেয়। কারও কারও দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতদের বয়স ২৫-৩০ বছরের মধ্যে বলেই খবর। জানা গিয়েছে, মৃতদের নাম গণেশ পাল, ভৈরব দাস ও সোনা। মৃতরা সবাই কালনাগেট এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান শক্তিগড় থানার পুলিশ। তাঁরা দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।