টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – বাংলাদেশে চরমপন্থী মুসলিমদের দ্বারা হিন্দু নির্যাতনের প্রতিবাদে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুধবার কলকাতায় ফিরে এই ইস্যুতে রাজ্য সরকার তথা তৃণমূলকে কটাক্ষ করেন তিনি। বেঁধেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এদিন দিলীপবাবু বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের কোন রোল নেই। ওপার বাংলার বাঙালিরা আক্রান্ত। খুন করা হচ্ছে। এপার বাংলা বাঙ্গালিদের ঠেকা নিয়ে যারা বসে আছে তারা চুপ। তারা ভোট গুনছেন। খালি যারা এক চোখামো করে তাদের সরকারে থাকার কোন অধিকার নেই’। এর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপবাবু বলেন, ‘বাঙ্গালিদের যিনি মালিক হয়েছেন, মুখ্যমন্ত্রী কমপক্ষে ওই পাশের আব্বাদের বলতে পারে যে আব্বা বাঙ্গালি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, প্রাণ যাচ্ছে, সম্পত্তি নষ্ট হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সাধু সন্ন্যাসীদের হত্যা করা হচ্ছে, এটা থামান। শান্তি আনুন, তাদের জীবনকে সুরক্ষিত করুন। এটা বলার জন্য কোনও রাজনীতি লাগে না। কোন পারমিশন লাগে না। তো একবার বলতে পারেন তো।