টাইমস বাংলা ডেস্ক, বাঁকুড়া – বাঁকুড়ার সোনামুখী মন্ডল-২ বিজেপি সভাপতি সরকারের দাদা জয়ন্ত সরকার। তিনি এক জন ব্যবসায়ী, বিদেশে থাকেন। দুর্গা উৎসবের জন্য গ্রামের বাড়িতে এসেছেন। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে, জয়ন্ত প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে অন্য একটি মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।অভিযোগ এমনটাই। বিয়ের পরেই দ্বিতীয় স্ত্রীর ওপর অত্যাচার শুরু করেন তিনি ,এমন অভিযোগ করেন তার দ্বিতীয় স্ত্রী ।সম্প্রতি তার বেশ কিছু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তিনি ।তার জেরেই লজ্জা ও ভয়ে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন তার দ্বিতীয় স্ত্রী। বিজেপি নেতার ভাই হওয়ার কারণে তাকে গ্রেফতার করতে গিয়ে নানা হেনস্তার শিকার হয় সোনামুখী থানা পুলিশ ও কল্যাণী থানার পুলিশ। কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ।যদিও বিজেপি নেতারা এই অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা পুলিশের ওপর দোষ দিয়েছে যে বাড়ির দরজা পুলিশ ভেঙেছে । জয়ন্ত সরকারের ওপর প্রকাশ্যে মারধর করার অভিযোগ এনেছে পুলিশের ওপর।পুলিশকে মারধর ও আইনের কাজে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছে তৃণমূল। বিজেপি নেতার সাথে জড়িয়ে থাকার কারণে এই ঘটনাটির উপর রাজনৈতিক ছাপ পরেছে। যদিও পুলিশ সূত্রে খবর এই ঘটনাটির পর বিজেপি নেতা চঞ্চল সরকারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।