অনিশা মান্না, কলকাতা, টাইমস বাংলা ডেস্ক – বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৬২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য বেশি হলেও সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৮ হাজার ৯৯৬। ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল মৃতের সংখ্যাও। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৯৭ জন অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫২ হাজার ৬৫১ জন। তবে কি দেশজুড়ে বার বার করোনা টেস্ট আর টিকাকরণের উপর জোর দেওয়ার সুফল পেল ভারত । করোনা ভাইরাস এর তৃতীয় ঢেউ কে কি আটকে দিতে পারল ভারত । গত কয়েকটি মাসে করোনা টিকা করনের ওপর জোর দিয়েছিল ভারত সরকার ও রাজ্য সরকার গুলি । তারই সুফল পাচ্ছে এখন গোটা দেশ। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১লক্ষ ৮০ হাজার এরকম । সংক্রমণ নিয়ন্ত্রণে থাকা সাথে সাথে স্বস্তি দিচ্ছে কোরোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা দ্রুত কমতে থাকার খবরও। এখনো পর্যন্ত দেশের ৩ কোটি ৩৪ লক্ষ ৭৮হাজার ২৪৭জন করোনা থেকে মুক্তি পেয়েছে। যার মধ্যে গত একদিনে করোনা মুক্ত হয়েছে ১৯ হাজার ৪৪২ জন। বর্তমানে করোনা রোগীর সংখ্যা দেশে ১ লক্ষ ৭৮হাজার ৯৮ জন। করোনা মোকাবিলায় শক্তি যোগাচ্ছে করোনা জয়কারিরা। দেশটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে দেশের সবাই করোনা কে জয় করছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে সুস্থতার হার বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৯৮.১৫ শতাংশ। ভাইরাস রোগ রুখে দিতে করোনার টিকাকরণ কে মূল হাতিয়ার করা হয়েছিল ভারতে । স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর দেওয়া তথ্য জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেশে মোট ৯৯ কোটি ১২ লক্ষ ৮২ হাজার ২৭৩ জন মানুষ ভ্যাকসিন পেয়েছে যা একটা বিরাট সাফল্য। তার সাথে সাথে চলছে টেস্টিংও যার ফলে করোনা কে রুখতে ভারত এখন সক্ষম হয়ে দাঁড়িয়েছে।