টাইমস বাংলা ডেস্ক, বনগাঁ- গণধর্ষণের ঘটনা ঘটল বনগাঁয়। তরুণীকে তুলে নিয়ে গিয়ে সারারাত গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এমনকী তরুণী সংজ্ঞাহীন হয়ে পড়লেও সেই অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, জন্মদিনের পার্টি সেরে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন তরুণী। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর ভরতপুরের কালিতলায়। এই ঘটনায় বুধবার একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের তল্লাশি চলছে। বনগাঁর গোবরাপুরে বাসিন্দা ওই তরুণী। মায়ের সঙ্গে ভাড়া থাকেন তিনি। পেশায় বিউশিয়ান। বাবা কর্মসূত্রে থাকেন ভিনরাজ্যে। জানা গিয়েছে, ভরতপুরের তাঁর মামাবাড়ি। মঙ্গলবার মামাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। রাতে জন্মদিনের নিমন্ত্রণ ছিল সুদীপ বিশ্বাস নামে এক যুবকের বাড়িতে। কয়েকজন বন্ধুর সঙ্গে সেখানে গিয়েছিলেন ওই তরুণী। অভিযোগ, সেখানে আকুন্ঠ মদ্যপান করেন তিনি। অবস্থা বেগতিক বুঝে সুদীপ ওই তরুণীকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে যান। সেই সময়ই ঘটে বিপত্তি। অভিযোগ, ঘরে ঢোকার আগেই শোভন রায়, দেবব্রত রায় ও সুজিত বিশ্বাস নামে তিন যুবক ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে যায় এলাকার একটি আমবাগানে। সেখানে গণধর্ষণ করা হয় তরুণীকে। রাত বাড়তে থাকায় এবং তরুণী না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তা করতে শুরু করেন। এমনকী ওই রাতে তাঁর খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। খুঁজতে খুঁজতে আমবাগান থেকে নগ্ন অবস্থায় উদ্ধার হয় নির্যাতিতার সংজ্ঞাহীন দেহ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনগাঁ হাসপাতালে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে পুলিশ। পলাতক এখনও দু’জন।