টাইমস বাংলা ডেস্ক – ভাইপোর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ। কিন্তু সেই অভিযোগে কান দিতে নারাজ পিসি। তিনি আবার রাজস্থানের বিধায়ক। সরাসরি থানায় এসে হুমকি দিলেন ভাইপোকে না ছাড়লে তিনি লাগাতার ধরনায় বসবেন। তাঁর যুক্তি, ”বাচ্চারা একটু আধটু খেতেই পারে।” এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিধায়কটি রীতিমতো হুমকির সুরে বলেন, ‘এখন সাধারণত সবার বাচ্চারাই মদ খায়। এটা এমন কোনও বিষয় নয়। ওরা মদ খেয়েছে তাতে কী এমন অপরাধ করেছে? আপনি আমাদের সন্তানদের গ্রেপ্তার করেছেন।’ মদ্যপ আত্মীয়দের না ছাড়লে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের কপালে শনি আছে, এমনটাও হুমকি দেন মীনা। এই নিয়ে শোরগোল হলে, বিধায়কটি সাফাই দিয়ে বলেন, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে পুলিশ। তিনি বলেন, ‘আমি পুলিশকে আমার আত্মীয়ের ছেলে এবং তার বন্ধুদের ছেড়ে দিতে অনুরোধ করেছিলাম। কিন্তু তাঁরা রাজি হননি। পুলিশ আমি এবং আমার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমি সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাই। এসপি সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন।’ বিধায়কের আত্মীয়ের ব্যবহার করা গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছিল, পরে ডিসিপি-র হস্তক্ষেপে তা ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি গত রবিবারের হলেও মঙ্গলবারই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ওই বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছেন। কী করে একজন জনপ্রতিনিধি এমন আচরণ করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
Congress MLA Meena Kanwar of Shergarh and her husband former MLA Umaid Singh sat on a dharna at Ratanada police station to prevent the challan of the relative- says sabhe bacche peete hai to kya!
THIS IS WHY THE LAW AND ORDER OF RAJASTHAN IS TERRIBLEhttps://t.co/71eQ4acOpv pic.twitter.com/HtMlAp0nmQ
— Shehzad Jai Hind (@Shehzad_Ind) October 19, 2021