টাইমস বাংলা ডেস্ক – ভারতীয় সেনাবাহিনী লস্কর-ই-তৈবার ছয়জন জঙ্গিকে গুলি করে খতম করল। রাজৌরি সেক্টরের ঘন জঙ্গলে এনকাউন্টারে ১৬ কোর ট্রুপের সৈন্যরা এই জঙ্গিদের খতম করে। এখনও সেই অঞ্চল ঘিরে রেখে লড়াই চালাচ্ছেন জওয়ানরা। জানা গিয়েছে, এখনও তিন থেকে চার জন ইসলামিক জিহাদি সেখানে লুকিয়ে রয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। একদিকে চলছে সেনা-জঙ্গি সংঘর্ষ। অন্যদিকে, নিরীহ ভিন রাজ্যের শ্রমিকদের উপর লাগাতার আক্রমণ করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সম্প্রতি বেশ কিছুদিন ধরেই রাজৌরি সেক্টরের ঘন জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। তাতেই মঙ্গলবার চূড়ান্ত সাফল্য পেল ভারতীয় সেনা। জওয়ানদের গুলিতে খতম হল পাকিস্তানের ছয় জেহাদি। শেষ পাওয়া খবরে, সেখানে এখনও গুলির লড়াই চলছে। আরও তিন-চারজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে বলে সেনা সূত্রে খবর। জানা গিয়েছে, গত অগস্টে রজৌরি-পুঞ্চ সেক্টর দিয়ে বেশ কয়েকজন জঙ্গি অনুপ্রবেশ করে ভারতে। সেই অনুপ্রবেশ থেকেই উপত্যকায় অ-কাশ্মীরিদের উপর হামলা চালানোর এই ঘটনাগুলির সূত্রপাত। এদিকে জম্মু ও কাশ্মীরে ড্রোনের মাধ্যমে পিস্তল পাচার চলছেই। সীমান্তে ড্রোন-রোধক প্রযুক্তির ঘাটতি থাকায় এই পাচার রুখতে সমস্যা হচ্ছে পুলিশের বা সীমান্তরক্ষীদের।