অনিশা মান্না,কলকাতা, টাইমস বাংলা ডেস্ক – পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের নিম্নচাপের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত চলবে এই নিম্নচাপ। কলকাতার আশে পাশের অঞ্চলে অল্প ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। নিম্নচাপের কারণে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দীঘা, মন্দারমনি, তাজপুর এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের ঘর থেকে না বেরোনো বার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের অঞ্চলগুলিতে ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টি হওয়ার সম্ভাবনা , কালিম্পং, দার্জিলিং অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা । জলপাইগুড়ি, কোচবিহারের কিছু জায়গায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। হাওড়ার একাংশ অংশে জল জমতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। এই অল্প বৃষ্টিতেই জল জমা নিয়ে তারা অসন্তুষ্টিতে ভূগছেন। এখনো পর্যন্ত কোন ট্রেন দেরিতে চলাচলের খবর পাওয়া যায়নি। কদিন আগেও পুজোর আগে অতি ভারী বৃষ্টির কারণে হাওড়া এবং কলকাতা সংলগ্ন বহু জায়গায় জলমগ্ন অবস্থায় বহুদিন কাটাতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। সেই যন্ত্রণা কাটতে না কাটতে এই নিম্নচাপকে নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা। দু’দিন টানা বৃষ্টির কারণে কলকাতার কিছু জায়গা এখন জলমগ্ন হয়ে আছে। এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা নিয়ে কোনো অসুবিধা হয়নি। পরবর্তী পরিস্থিতির কথা ভেবে চিন্তা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।