অনিশা মান্না, টাইমস বাংলা ডেস্ক – সুরাট মানে বস্ত্র কারখানার ছড়াছড়ি। এদের মধ্যে একটি কারখানায় চলছিল প্যাকেজিং এর কাজ। তারই মধ্যে আগুন লাগে কারখানাটিতে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০ টি ইঞ্জিন। জামাকাপড়ের ছড়াছড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। কালো ধোঁয়া বের হতে থাকে কারখানা থেকে তার মধ্যে থেকেই শোনা যায় মানুষজনের আর্তনাদের চিৎকার। ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানার ভেতরে ১০০-র বেশি শ্রমিক কাজ করছিলেন, কালো ধোঁয়া বার্ হতে দেখেন তারা তারপরেই দমকলে খবর দেওয়া হয়। কারখানার ভেতর থেকে শতাধিক শ্রমিকের আর্তনাদ শুনতে পান স্থানীয়রা,তারা সাথে সাথে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে দমকল আসতে তাদের ও সাহায্য করেন বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, কোথা থেকে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। দমকল বাহিনীর দ্বারা সবাইকে উদ্ধার করার চেষ্টা করা হয়। মোট ১২৫ জন ভিতরে ছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে। কিন্তু দুজনের পরিস্থিতি অতি গুরুতর থাকায় তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি। বাকিদেরকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । দমকল বাহিনীর ১০ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । বেরিলির পুলিশ সুপার জানিয়েছেন, কারখানার সমস্ত দরজা বন্ধ থাকায় এবং বাকিগুলো আগুনে জ্বলতে থাকায় সবাইকে কারখানার ছাদ থেকে উদ্ধার করতে হয় । যতক্ষণ উদ্ধারকাজ চলে তার মধ্যে দুজন ঝলসে যায় তাদেরকে বাঁচানো যায়নি। তাদের পরিবারের খোঁজ চলছে। পুরো কারখানাটি আগুনে পুড়ে গিয়েছে।