টাইমস বাংলা ডেস্ক, উত্তর দিনাজপুর – রবিবার রাতদুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয় উত্তর দিনাজপুরের দুর্গাপুর পঞ্চায়েত এলাকার বিজেপির যুব সভাপতিকে। মৃত বিজেপি যুব মোর্চার নাম মিঠুন ঘোষ। মৃত্যুর কারণ ও অভিযুক্ত কে বা কারা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও মৃতের পরিবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।
ইতাহারের দুর্গাপুর পঞ্চায়েতের রাজবাড়ি এলাকার তিন দুষ্কৃতী ওই যুব নেতাকে লক্ষ্য করে গুলি বর্ষন করে। গুলিবিদ্ধ হয়ে বাড়ির সামনে লুটিয়ে পড়ে ওই নেতা। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি চম্পট দেয় দুষ্কৃতী দল। শেষপর্যন্ত স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের বাবা সন্তু ঘোষের অভিযোগ, “তৃণমূলের তিন দুষ্কৃতী বাড়ি থেকে ডেকে ছেলেকে প্রকাশ্যে গুলি করে। তিনজনকেই শনাক্ত করতে পেরেছি।” বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, “এইভাবে নৃশংস হত্যা কান্ডের বিরুদ্ধে তৃণমূলের দুষ্কৃতীরা যুক্ত। এর প্রতিবাদে সোমবার থেকে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু হবে।”
এই ঘটনায়, তৃণমূলের জেলা সভাপতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।