অনিশা মান্না, টাইমস বাংলা ডেস্ক – পুজোর কোলাহল থেকে দূরে এখন অনেকেই পাড়ি দিচ্ছে নিরিবিলি জায়গার খোঁজে। কলকাতার সবথেকে কাছে নিরিবিলি জায়গা বলতে দিঘা । সারি সারি ঝাউ বাগান আর সমুদ্রের ঢেউ কোলাহল। পুজোর সময় আগে বলা হত অফ সিজন,কিন্তু ওটাই এখন হয়ে উঠেছে অন সিজন । কিছু মানুষ কলকাতার ঝাকঝমক পুজো প্যান্ডেল থেকে দূরে গিয়ে দিঘার কোন একটা নিরিবিলি জায়গায় পুজোর ক’দিন ছুটি কাটাতে চায়। তাদের ছুটি বলতে পরিবারের কিছু কাছের মানুষকে নিয়ে দূরে কোথাও গিয়ে আনন্দ করা সময় কাটানো, খাওয়া-দাওয়া করা। সেটাই পূরণ করে দিচ্ছে দিঘা,খুবই অল্প খরচে দু-তিন দিনের জন্য ঘুরে আসার উপযুক্ত জায়গা।
যাত্রাপথ -কলকাতার বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ছে মাত্র ছয় ঘন্টায় পৌছে যেতে পারেন দিঘার বাস স্ট্যান্ডে। খুবই অল্প খরচে, টিকিটের দাম মাত্র ৩০০ টাকা করে । ১২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন লাক্সারি হোটেল। খাওয়া খরচ বাদে। সাথে নেবেন মাক্স স্যানিটাইজার আধার কার্ড আর ভোটার কার্ড যেকোনো দুজনের।
ঘোরার জায়গা- ঘণ্টার পর ঘণ্টা কাটাতে পারেন সমুদ্রের তীরে বসে , এছাড়াও মাত্র দুই কিলোমিটারের মধ্যেই আছে মোহনা দুটি নদী এবং সমুদ্রের মিলনস্থল।