টাইমস বাংলা ডেস্ক, দুর্গাপুর- এবার দুর্গাপুজোর ভাসানে নেমে এলো চরম আক্রমণ। ভাঙচুর–বোমাবাজিতে রণক্ষেত্রের চেহারা নিল শিল্পশহর দুর্গাপুর। একাদশীর দিন ভাসান দিতে যাচ্ছিল একটি পুজো কমিটি। সেই ভাসানের পথে আক্রমণ হয় বলে খবর। একাধিক বোমাবাজির খবর মিলেছে। এই ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। দুর্গাপুজোর ভাসানে আক্রমণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। শনিবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুরের বেনাচিতির অন্নপূর্ণা নগর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রাত ১০টা নাগাদ প্রতিমা নিরঞ্জন সেরে ফিরে ছিল ওই পাড়ার বাসিন্দারা। শোভাযাত্রা থেকে ফিরে মন্দিরের সামনে মিষ্টিমুখ করছিলেন তাঁরা। এমন সময় পাশের পাড়ার একদল ছেলে এসে মদ খাওয়ার টাকা চায় বলে অভিযোগ। সেই টাকা দিতে অস্বীকার করায় অন্নপূর্ণা নগরের কয়েকজন কিশোরকে মারধর করা হয় বলে দাবি। পালটা কিশোররাও ধাক্কা দেয় তাদের। এর পরই পাশের পাড়ার কয়েকজন যুবক দলবল নিয়ে এসে বোমা ছোড়ে বলে অভিযোগ। এই বিষয়ে পুলিশের এসিপি (পূর্ব) ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় সংবাদসংস্থাকে বলেন, ‘এই ঘটনায় কিছু মানুষ জখম হয়েছেন। কে বা কারা এই হামলা করেছে আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।’ পুলিশের এই বয়ানে এলাকাবাসী ভরসা করলেও সেখানে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের সর্বত্র নালিশ জানানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।