টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগনা – আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুরু হয়ে গিয়েছে প্রচার। এই অবস্থায় আজ এক সৌজন্যের নজির দেখা গেল রাজ্য–রাজনীতিতে। ঘটনাস্থল খড়দহ। যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বয়ং রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে জয় সাহাকে। নবীন প্রজন্মের এই প্রার্থী আজ প্রচার করতে বেরিয়ে সটান চলে গেলেন প্রয়াত তৃণমূল কংগ্রেস বিধায়ক কাজল সিনহার বাড়িতে। এমনকী আশীর্বাদ নিলেন তাঁর স্ত্রীর কাছ থেকে। দেখা গেল রাজনীতিতে সৌজন্য। রবিবার সকালে নিজের এলাকায় প্রচারে বের হন বিজেপি প্রার্থী জয় সাহা। প্রথমেই হাজির হন কাজল সিনহার বাড়িতে। মাল্যদান করেন প্রয়াত তৃণমূল নেতার ছবিতে। প্রণাম করেন কাজল সিনহার স্ত্রী নন্দিতাকে। সৌজন্য বিনিময় করেন। নন্দিতাদেবী আশীর্বাদ করেন বিজেপি প্রার্থী জয়কে। বিজেপি প্রার্থীর কথায়, “কাজল সিনহার স্বপ্ন পূরণ করতেই হবে। সেই অঙ্গীকার করতেই আশীর্বাদ প্রার্থনা করলাম।”এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় ও তাঁকে আশীর্বাদ করা মোটেও স্বাভাবিকভাবে নেননি তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “সুস্থতা কামনা করতেই পারেন, কিন্তু কোনওভাবেই জয়ী হওয়ার আশীর্বাদ করতে পারেন না।”