সঞ্জয় কাপড়ি, পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – আবারও পুলিশের মানবিকরূপ, অসহায় কন্যা সন্তানকে চারিদিকে ঘুরতে দেখে তাকে উদ্ধার করে বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে পুলিশ, ঘটনায় জানা যায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রেয়াপাড়ায় একটি ৭/৮ বছরের শিশু কন্যা অসহায় হীন ভাবে ঘোরাফেরা করতে দেখে নন্দীগ্রাম থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেয়েটির সাথে কথা বলে এবং পুলিশ আধিকারিকদের অভিঞ্জতাকে কাজে লাগিয়ে জানতে পারা যায় মেয়েটির বাড়ি মালদা জেলায়। জানা যায় দশমীর দিন এক যুবকের সাথে মেয়েটির মা তাকে সাথে নিয়ে চন্ডিপুরে আসে। সেখানে মেয়েটিকে হোমে রাখার নাম করে নন্দীগ্রামের রেয়াপাড়ায় ফেলে পালিয়ে যায় যুবক ও মেয়েটির মা। বিষয়টি পুলিশের নজরে এলে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার মালদা জেলা পুলিশের সাথে যোগাযোগ করা হয়। নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাস জানা জানান আমরা রেয়াপাড়া এলাকায় একটি ছোট্ট শিশু কন্যা অসহায় হীন ভাবে ঘুরছে খবর পেয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি। জানা যায় তার বাড়ি মালদার বাবুনগোলা থানা এলাকায়। আমরা থানার সাথে যোগাযোগ করি। তারা আমাদের থানায় আসছেন। তারা এলে নিয়ম মেনেই তাদের হাতে তুলে দেওয়া হবে। তবে পুলিশের এই মানবিকরূপ দেখে খুশি এলাকার সমাজ সেবী মানুষেরা।