রূপম রায়, নদিয়া, টাইমস বাংলা ডেস্ক- দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় কৃষ্ণনগরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পুলিশের লাঠির আঘাত থেকে রেহাই পাননি কৃষ্ণনগর রাজবাড়ি সংলগ্ন এলাকায় প্রতিমা নিরঞ্জন দেখতে আসা দর্শনার্থী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। রেহাই পাননি মহিলা, শিশু এবং বয়স্করাও। স্বভাবতই এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে। দশমীতে কৃষ্ণনগর রাজবাড়ি সংলগ্ন এলাকায় প্রতিমা নিরঞ্জন দেখতে প্রচুর মানুষের সমাগম হয়। মহিলা, শিশু, বয়স্করা রাস্তার ধারে দাঁড়িয়ে প্রতিমা নিরঞ্জন দেখতে আসেন। তখনই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দুটি পাড়ার মধ্যে ঝামেলা বাঁধে বলে খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। পুলিশ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের লাঠি উঁচিয়ে সরিয়ে দেয়। রাস্তার পাশে যে সব দোকান খোলা ছিল, সেই সব দোকানে ঢুকে সেখানে থাকা লোকজনদেরও হঠিয়ে দেয়। এক পুলিশকর্মীকে বলতে শোনা যায়, ‘কটা বাজে?’ বলেই লাঠি উঁচিয়ে তেড়ে যান তিনি। মহিলা, শিশু, বয়স্ক, কাউকেই রেয়াত করা হয়নি।