টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – মধ্য কলকাতার মল্লিকবাজারে ‘সিরাজ’ রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে রেস্তোরাঁয় আগুন লাগে। তখন সেখানে খাওয়াদাওয়া করছিলেন মানুষজন। আগুন লাগতেই দ্রুত তাদের বার করে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা ঢেকে রয়েছে ধোঁয়ায়। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। সুরক্ষার স্বার্থে হোটেলের গ্রাহকদের সবাইকে নিরাপদে বের করে দেওয়া হয়। দমকলের প্রাথমিক অনুমান, রান্নাঘরে রান্না করার সময় সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। কলকাতার অন্যতম ব্যস্ত মল্লিকবাজারে সিরাজ রেস্তোরাঁ মোগলাই পদের জন্য বিখ্যাত। প্রতিদিনই সেখানে খাওয়াদাওয়া করেন কয়েক হাজার মানুষ। শনিবার সকালটাও শুরু হয়েছিল সেভাবেই। কিন্তু হঠাৎই রেস্তোরাঁর হেঁসেল থেকে ধোঁয়া বেরোতে দেখেন কর্মীরা। সঙ্গে সঙ্গে গ্রাহকদের রেস্তোরাঁ থেকে বার করে দেওয়া হয়। ধীরে ধীরে গোটা রেস্তোরাঁ ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর যায় দমকলে। দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। বিচ্ছিন্ন করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। রেস্তোরাঁর তরফে জানানো হয়েছে, রান্নাঘরে কোনও যান্ত্রিক গোলযোগে আগুন লেগেছে। দমকল আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে রেস্তোরাঁর ভিতর ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। পাখা চালিয়ে সেই ধোঁয়া বার করার চেষ্টা চলছে। দমকলের তরফে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে। নতুন করে আগুন ছড়ানোর সম্ভাবনা নেই। কীভাবে আগুন লাগল তা জানতে তদন্ত হবে। পুজোর রেশ কাটার আগেই এই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।