টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – চলতি বছর দূর্গা পুজোর শুরু থেকেই তাঁরা আলোচনার কেন্দ্র বিন্দু। কখনও গান গেয়ে। কখনও আবার নাচ করে। কখনও যুগলে ভিক্টোরিয়া ঘুরে বাংলার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন নিজেদের। তাঁরা মানে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী তথা অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে দশমীর দিন সবকিছুকেই ছাপিয়ে গেলেন যুগলে। দেবীর বিদায়কালে একদম মা দূর্গাকে সাক্ষী রেখেই বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন শোভন চট্টোপাধ্যায়। উমার বিদায়ের দিন যেন তাঁদের সম্পর্ক পূর্ণতা পেল। শুক্রবার বিরাটিতে এক পারিবারিক দুর্গাপুজোয় শামিল হয়েছিলেন শোভন ও বৈশাখী। সেখানেই মাকে বরণ করে সিঁদুরখেলায় মেতে ওঠেন তাঁরা। ছিলেন বৈশাখীর মেয়েও। তবে শুধুই গালে নয়, বৈশাখীর সিঁথিতেও সিঁদুর লাগিয়ে দেন শোভন চট্টোপাধ্যায়। সেই মুহূর্তের ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন বৈশাখী। সঙ্গে জানিয়েছেন বিজয়ার শুভেচ্ছা। এমন আনন্দের মুহূর্তে বৈশাখী বলছেন, “অনেকে অনেক কথাই বলেছেন। অনেকে ভেবেছেন হয়তো শোভন আমাদের সম্পর্ককে স্বীকৃতি দেবে না। কিন্তু আজ সিঁথিতে সিঁদুর পরিয়ে সত্যিই স্বীকৃতি দিল।” এরপরই জুড়ে দেন, “আমার কাছে দুর্গাপুজোর দু’টো দিন খুবই প্রিয়। এক অষ্টমী আর অন্যটি বিজয়া। আর এবারের বিজয়া দশমী সত্যিই স্মরণীয় হয়ে রইল।” শোভন বৈশাখীর সিঁদুর খেলার দৃশ্য রীতিমত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়া।