টাইমস বাংলা ডেস্ক, উত্তরবঙ্গ – পুজোর সময় পাহাড়ে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালক-সহ তিনজনের। নিহতদের মধ্যে দু’জন একই পরিবারের সদস্য। গুরুতর জখম হয়েছে ওই পরিবারেরই এক শিশু-সহ তিনজন। তাঁদের এক বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয়েছে। প্রতি বছরের মতো এই বছরও পরিবারের সদস্যদের নিয়ে পুজোর সময় মিরিকে বেড়াতে গিয়েছিলেন জয় ঘোষ। জয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী। নবমীর রাতে যখন তাঁরা মিরিক থেকে ফিরছিলেন, তখন তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়, তাঁর মা ও গাড়ির চালকের। প্রথমে দু’জনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও একজনের দেহ উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায়। তবে শেষপর্যন্ত তিনটি দেহকেই উদ্ধার করা গিয়েছে। তাঁদের দেহকে উত্তরবঙ্গ মেডিকেল এবং কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে এই ঘটনায় এক শিশু-সহ তিনজন গুরুতর আহত হন। তাঁদের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জয় শিলিগুড়ির শিবমন্দির এলাকার বাসিন্দা। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার এক বাসিন্দার মতে, প্রতি বছরই পুজোর সময় সপরিবারে বেড়াতে যায় জয় ও তাঁর পরিবারের সদস্যরা। তবে এই ধরনের যে একটা ঘটনা ঘটবে, কল্পনাও করতে পারেননি তাঁরা।