টাইমস বাংলা ডেস্ক – সীমান্তে অশান্তি ছড়ানোয় উস্কানি দেওয়ায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার গোয়ায় ন্যাশনাল ফরেনসিক ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ”পাকিস্তান যদি এভাবেই বারবার সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে, তাহলে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হবে।” উরিতে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের হামলায় শহিদ হয়েছিলেন বেশ কয়েকজন জওয়ান। শুধু উরি নয়, পাকিস্তানের টার্গেট ছিল পাঠানকোট, গুরদাসপুরের সেনাঘাঁটিও। প্রতিবেশী দেশের এই হামলায় শিক্ষা দিতেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। সেই ঘটনা ভারতীয় সেনার ইতিহাসে বড় সাফল্য বলেই মনে করা হয়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারিই দিলেন অমিত শাহ। তাঁর কথায়, ”সেবার প্রধানমন্ত্রী মোদি এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকরের সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে ভারতের সীমান্তে অশান্তি বাঁধিয়ে দিয়ে পার পাওয়া সম্ভব নয়।”