টাইমস বাংলা ডেস্ক, মুর্শিদাবাদ – মহানবমীতে উত্তরপ্রদেশের বাড়িতে ফিরবেন বিএসএফ জওয়ান সিলেন্দার দুবে, এমনটাই ছিল কথা। সেই মতো টিকিটও কাটা ছিল। আর মহানবনীর সকালেই নিমতিতায় গঙ্গা থেকে উদ্ধার হল বিএসএফ জওয়ানের নিথর দেহ। ঘরের ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন পরিবারের সদস্যরা। এবার বাড়ি ফিরবেন সিলেন্দার কফিনবন্দি হয়ে। আর জীবিত ফেরা হল না তাঁর। চোখের জলে ভাসছে গোটা পরিবার। মহানবমীতেই বেজে গেল বিসর্জনের সুর। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সুতির ছাবঘাটি পুরাতন হাট গঙ্গার ঘাটে জলপথে পাহাড়া দিচ্ছিলেন বিএসএফ জওয়ান ৭৮ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল সিলেন্দার দুবে। আচমকাই নৌকাডুবি হয়। সাঁতরে পাড়ে ওঠার চেষ্টা করেন তিনি। তবে পারেননি। পরিবর্তে গঙ্গায় তলিয়ে যান। রাত কেটে সকাল হয়ে গেলেও কোনও খোঁজ মেলেনি তাঁর। গঙ্গায় বিএসএফ জওয়ানের খোঁজ শুরু হয়। ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। তবে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। রাতভর তল্লাশির পর মহানবমীর সকালে নিমতিতা থেকে উদ্ধার হয় ওই বিএসএফ জওয়ানের দেহ। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিএসএফ জওয়ান সিলেন্দার দুবে উত্তরপ্রদেশের বাসিন্দা। মহানবমীর দিন বাড়ি ফেরার কথা ছিল তাঁর। ট্রেনের টিকিটও কেটে ফেলেছিলেন তিনি। তবে বাড়ি ফেরা হল না তাঁর। সশরীরে বাড়ি ফিরতে পারবেন না সিলেন্দার। পরিবর্তে কফিনবন্দি দেহ পৌঁছবে বাড়িতে। ইতিমধ্যেই বিএসএফ জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘরের ছেলেকে শেষবার দেখার অপেক্ষায় তাঁর পরিজনেরা।