টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – কলকাতার বুকে ‘বুর্জ খালিফা’ দেখতে প্রতিদিন মানুষের ঢল। ভিড় ঠেকানো কার্যত অসম্ভব হয়ে উঠেছে। শ্রীভূমি স্পোটিং ক্লাবের জন্য স্টাফ স্পেশ্যালে উপচে পড়ছে ভিড়। সেই কারণে নবমীর রাতে বিধাননগর স্টেশনে থামানো হবে না কোনও ট্রেন, সিদ্ধান্ত রেলের। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোয় অতিরিক্ত যাত্রীর চাপ নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মধ্যরাতে অতিরিক্ত ভিড়ের জেরে ঠাকুর দেখা বন্ধ করে দেওয়া হয়। আজ মহানবমীতে এখানে দর্শনার্থীদের নো–এন্ট্রি করা হয়েছে। যাতে ভিড় না বাড়ে। ইতিমধ্যেই কলকাতায় করোনাভাইরাস ডবল সেঞ্চুরি করেছে। তাই কী বাড়তি সতর্কতা? উত্তর দেয়নি রেল। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী সংবাদমাধ্যমকে বলেন, ‘ভিড়ের কারণে কোভিড পরিস্থিতি খারাপ হচ্ছে। আজ বিকেল ৪টে থেকে শুক্রবার ভোর ৪টে পর্যন্ত কোনও ডাউন ট্রেন বিধাননগর স্টেশনে দাঁড়াবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বিধাননগর স্টেশনের অস্বাভাবিক ভিড় রেলের কাছে অশনি সংকেত বয়ে এনেছে। তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
বিধাননগরের অন্যান্য দুর্গাপুজোর মধ্যে অন্যতম শ্রীভূমির পুজো। সেখানে বুর্জ খলিফার আদলে তৈরি মণ্ডপ দেখতে লাখো মানুষ ভিড় করেছেন। সঙ্গে সঙ্গে বেড়েছে করোনাভাইরাস। বিধাননগর স্টেশন হয়েই এই মণ্ডপে আসা সবচেয়ে সহজ পথ। তাই এই ভিড়কে ঠেকাতে পথকেই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ শিয়ালদহগামী ডাউন ট্রেন দাঁড়াবে না। সুরাং কেউ নামতে পারবেন না। যেতেও পারবেন না বুর্জ খলিফা দেখতে।