টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – মহাষ্টমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু’একটি জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ তো শুষ্ক থাকবে। সেখানে নেই বৃষ্টির সম্ভাবনা। তার ফলে দুর্গাপুজোর আনন্দ মাটি হওয়ার সম্ভাবনা কার্যত নেই। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির কয়েকটি জায়গায় দু’এক পশলা বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গে বর্ষণের সম্ভাবনা নেই। নবমীতে অবশ্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশি জায়গায় বৃষ্টি হতে পারে। দশমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা আরও কিছুটা বাড়বে। একাদশী এবং দ্বাদশীতে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আছে।